The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪

আমি ভুল করেছি, শান্তও ভুল করেছে : মিরাজ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে আড়াইশোর আগে আটকে ফেলার পর জয়ের পথেই ছিল বাংলাদেশ। আচমকা ব্যাটিং ধসে সব এলোমেলো হয়ে যায়। ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছে বাংলাদেশ।

আগামীকাল (শনিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন ধসের নেপথ্যে মেহেদী হাসান মিরাজ জানালেন উইকেটের বিরূপ আচরণ নিয়ে।

মিরাজ বলেন, লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামায় সবাই একটু আড়ষ্ট ছিলেন। তার ভাষায়, ‘অনেক দিন পর আমরা ওডিআই খেলেছি। সাত–আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেক দিন পর আমরা ওডিআইতে খেলছি, প্রস্তুতিটা সেভাবে নিয়েছি। আশা করি, যেহেতু অনেক দিন পর খেলেছি, এই মাঠের ব্যাপারে একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে, সেটা অনুশীলন করছি।’

আফগানিস্তানকে ২৩৫ রানে আটকে বাংলাদেশও ভালো ব্যাটিং করছিল। কিন্তু ২ উইকেটে ১২০ রান থেকে হুট করেই ১৪৩ রানে অল-আউট হয়ে যায় টাইগাররা! মিরাজের দাবি, ওই সময় পিচের আচরণ বদলে গিয়েছিল। একইসঙ্গে নিজেদের ভুলও স্বীকার করেন মিরাজ, ‘ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।’

প্রথম ওয়ানডেতে মিরাজ নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট নন, ‘পেস বোলাররা খুব ভালো বোলিং করেছে। দারুণ শুরু করেছে। তবে আমার কাছে যতটা প্রত্যাশা ছিল, ততটা পূরণ করতে পারিনি। যেমন ধরুন, মাঝের ওভারগুলোয় আমি ও রিশাদ যদি ২টি উইকেট বের করতে পারতাম, তাহলে আমাদের জন্য সহজ হতো। হয়তো রান কম দিয়েছি, কিন্তু আমার কাছে দল উইকেট প্রত্যাশা করে। কারণ, দলে আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.