The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪

আবু সাঈদের কবর জিয়ারত করলেন নুর

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৮ নভেম্বর) আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুরে তার কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন নুর।

এরপর বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নুরের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণ অধিকার পরিষদের রংপুর বিভাগের নেতাকর্মীরা এরই মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অন্যদিকে জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায়। এ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীজুড়ে প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.