The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

আন্দোলনরত শিক্ষার্থীদেরকে হেনস্থার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

ঢাকা মহানগর মহিলা কলেজ

জবি সংবাদদাতাঃ ঢাকা মহানগর মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদেরকে হেনস্থার অভিযোগ উঠেছে একই কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। সোমবার দুপুরে কলেজের শিক্ষার্থীরা গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের মনোনীত ব্যক্তিকে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে নিয়োগ, কলেজের রাজনীতি নিষিদ্ধ ও অনিয়ম-দূর্নিতীর বিরুদ্ধে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে তাদেরকে মৌখিক ও শারিরীক হেনস্থা করেন কলেজের শিক্ষকরা। অভিযুক্ত শিক্ষকরা হলেন ড. সেলিম হোসেন, আমির হোসেন, রিজওয়ানা সুলতানা, সরওয়ার হোসেন, শাহিন আলম সহ আরো অনেকে।

এ বিষয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফারিহা বলেন, আমরা কলেজের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় দুর্নীতিবাজ শিক্ষকরা বিভিন্ন সময় আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। এদের মধ্যে সেলিম হোসেন অন্যতম। তার ইন্ধনে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন রিজওয়ানা সুলতানা ম্যাম। আজকে যখন আন্দোলন করেছিলাম তখন সেলিম স্যারের নেতৃত্বে কয়েকজন শিক্ষক আমাদের উপর নির্যাতন করেন এমনকি তারা আমার গায়েও হাত তোলেন। এখন আমি ভয়ে আছি। ভাবছি জিডি করব।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী রুনি আক্তার বলেন, সেলিম স্যার শিক্ষার্থীদের জোর করতেন তার কাছে কোচিং করতে এবং তার বিরুদ্ধে কোন কথা বললে নানাভাবে হুমকি দিয়ে থাকেন। আমরা কলেজের সকল প্রকার অনিয়ম, দুর্নীতি দূর করতে চাই বৈষম্য বিরোধী ক্যাম্পাস গড়তে চাই তাতে যদি আমাদের জীবন দিতে হয় তাতেও রাজি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সেলিম হোসেন বলেন, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি তাদের সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ করেছি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আ ন ম সাইফুদ্দিন বলেন, আমি অসুস্থতার কারণে কলেজে যেতে পারিনি। তবে বিষয়টি শুনেছি। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.