The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক স্বীকৃতি পেলো চবি শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি গণিত শেখার প্লাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা আলভি আহমেদ।

আলভি আহমেদ বলেন, বাংলাদেশের শিক্ষা প্লাটফর্মগুলো নিয়ে ফিনল্যান্ডভিত্তিক সেবামূলক সংস্থা ‘হান্ড্রেড এন্ড এডটেক হাব’ গবেষণা করে গত ২৪ নভেম্বর বাংলাদেশের ১৬৮টি প্ল্যাটফর্ম থেকে শীর্ষ ১৫টি প্ল্যাটফর্মকে স্বীকৃতি দিয়েছে। এরমধ্যে আমাদের গণিত শেখার প্ল্যাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’ স্থান করে নেয়।

তিনি আরও বলেন, আমরা প্রায় ২ বছর ধরে প্লাটফর্মটি নিয়ে কাজ করছি। এ পর্যন্ত প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থীকে গণিত পড়ানোর অভিজ্ঞতা হয়েছে। এছাড়া বাস্তব জীবনে গণিতের প্রয়োগ, অ্যানিমেটেড গল্পে গণিত, ডিজিটাল ইন্টারেক্টিভ ম্যাথ বুক, অগমেন্টেড রিয়েলিটি ফিচার ম্যাথট্রনিক্স এর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন গাণিতিক দক্ষতা নিয়ে কাজ করছে আমাদের প্লাটফর্ম।

প্লাটফর্মটির আরেক সহ-প্রতিষ্ঠাতা বৃষ্টি ফারজানা বলেন, শিক্ষার্থীরা টিউশনে অনেক সময় নষ্ট করে থাকেন। কিন্তু ‘ম্যাথট্রনিক্স’র মাধ্যমে শিক্ষার্থীরা এখন ঘরে বসে টিউশন করতে পারবে। তাদের যাতায়াতে বাড়তি সময় লাগবে না। গণিত শিক্ষায় শিক্ষার্থীদের ভীতি দূর করে সেটাকে জনপ্রিয় করতে সাফল্যের সঙ্গে অবদান রেখে যাচ্ছেন প্রতিষ্ঠানটির আরও চারজন সদস্য জ্যোতি, মমশাদ, আরমান ও রিশাদ। আশাকরি নতুন কর্মসংস্থান তৈরিতে আমাদের অর্জনগুলো নতুন প্রজন্মকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

গণিত শিক্ষায় শিক্ষার্থীদের ভয়-ভীতি দূর করার লক্ষ্যে ২০২১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলভী আহমেদ ও বৃষ্টি ফারজানা প্রতিষ্ঠা করেন গণিত শেখার এ প্লাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’। প্লাটফর্মের উপদেষ্টা হিসেবে কাজ করছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আরও দুইজন সহ-প্রতিষ্ঠাতা মো. আরমান হোসাইন ও সৈয়দ মমশাদ আহম্মদ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.