ইবি প্রতিনিধি : আন্তঃবিশ্ববিদ্যালয় ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেয়েরা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে ফাইনাল ও পদক প্রদান অনুষ্ঠিত হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
এর আগে প্রতিদ্বন্দীতামূলক ফাইনাল ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ২৯-২২ গোল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয়। মেয়েদের ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ১৮-৪ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছেলেদের হ্যান্ডবলে ৩য় স্থান অধিকার করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেয়েদের ক্যাটাগরীতে ৩য় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিজয়ী ও রানার-আপ দলগুলোকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সময়ে খেলাধুলায় বিশেষ অর্জন রাখায় তিনজন খেলোয়াড়কে গার্ড অব অনার এবং বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
এবারের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭টি পুরুষ দল ও ৬টি নারীদল প্রতিযোগিতার হ্যান্ডবল ক্যাটাগরিতে অংশ নেয়। একই ভেন্যুতে ১৮ ডিসেম্বর থেকে ভলিবল চ্যাম্পিয়নশীপ শুরু হবে।
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়। ১৮ ডিসেম্বর থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা একই মাঠে শুরু হবে।