The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

আজ বিশ্বসেরা তিন হাফেজ আসছে ঢাবির কুরআন তিলাওয়াত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে

ঢাবি প্রতিনিধিঃ ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াত ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্য পরিষদ। এতে অংশ গ্রহণ করবেন তিন বিশ্বজয়ী হাফেজ।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

কোরআন তিলাওয়াত করবেন, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, হাফেজ বশির আহমাদ ও হাফেজ নাসরুল্লাহ আনাস, আন্তর্জাতিক ক্বারী আবু সালেহ মুহাম্মদ মুসা এবং টিম তাজকিরাহ। পরে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড আবাবিল, টিম মুশায়েরা এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর শিশুবিভাগ।

ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল কবির রিয়াদ দ্যা রাইজিং ক্যাম্পাসকে বলেন আমরা আরবি সাহিত্য পরিষদ এই ক্যাম্পাসে আরবি ভাষা সাহিত্য চর্চা এবং সুস্থ সংস্কৃতির লালন ও বিকাশ নিয়ে কাজ করি। এরই পরিপ্রেক্ষিতে আমরা গত রমজান মাসের আগে কুরআন তিলাওয়াতের আয়োজন করেছিলাম, যেটাতে আমরা অনেক বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম।

তিন বলেন, এখন নতুন বাংলাদেশে এবং ক্যাম্পাসেও স্বাধীনভাবে মত প্রকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং নবীজির এই আগমন মাসে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে কুরআন তিলাওয়াত ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। এর মাধ্যমে আরবি সাহিত্য পরিষদ ও তার মুক্ত স্বাধীন অগ্রযাত্রাকে উৎযাপন করতে যাচ্ছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.