The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

অভিনেত্রী হিমি এখন গ্র্যাজুয়েট

বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। হিমি সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক শেষ করেছেন। সিজিপিএ ৩.৫৮ (৪-এর মধ্যে) পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (১১ জুলাই) হয়ে যাওয়া সমাবর্তনে টুপি উড়িয়ে তার জানান দিলেন এই অভিনেত্রী।

অভিনয় ও পড়াশোনা দুটো একসঙ্গে চালিয়ে গেছেন এই অভিনেত্রী। তবে এই জার্নিটা অত সহজ ছিল না তার কাছে। হিমি বলেন, ‘গ্র্যাজুয়েশন ঠিকমতো সময়ে শেষ করতে পারব কি না, সেটা নিয়ে বেশ চিন্তাই ছিলাম। কারণ ভার্সিটির পড়াশোনা আর অভিনয় চালিয়ে যাওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল। এটা বলে বোঝানো যাবে না। কনভোকেশনের পর সেই দিনগুলোর কথাই এখন খুব করে মনে পড়ছে। অনেক দিন এমন গেছে দম ফেলার সময় পাই নাই।’ বরাবরই পড়াশোনায় ভালো ছিলেন হিমি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিলেন।

এই অভিনেত্রীর আপাতত  মাস্টার্স করার কোনো পরিকল্পনা নেই। আপাতত হাতের কাজগুলো সেরে দু-এক বছর পর উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে চান বিদেশে।

অভিনেত্রীর হিমি বলেন, ‘এখন যেহেতু অনেক কাজের প্রস্তাব আসছে। সেই কাজগুলো শেষ করি। ক্যারিয়ার হয়তো সব সময় এক রকম থাকবে না। একসময় অভিনয়ের পাশাপাশি মার্কেটিং নিয়েও কাজ করব। তখন হয়তো পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকব।’

এই শুভক্ষণে বাব-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অভিনেত্রী। তিনি বলেন, আজকে আমি যা কিছু করেছি, সবটাই তোমাদের জন্য।’

এবারের ঈদের নাটকগুলোতে ভালো সাড়া পাচ্ছেন হিমি। তার অভিনীত ‘পরাণ পাখি’, ‘ফ্যামিলি ট্রাবল’, ‘মেজবানি ভালোবাসা’, ‘কোটি টাকার ডিপোজিট’, ‘লাভ ইউ ম্যাডাম’ , ‘জামাই শ্বশুরের কোরবানি’, ‘তোমাকে ভেবে’, ‘শুভ বিবাহ’, ‘জামাই আতঙ্ক’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.