The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

অনির্দিষ্টকালের জন্য ম্যাটস বন্ধ ঘোষণা

চার দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সরকারি/বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব সরকারি/বেসরকারি মেডিকেল অ্যাসিট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করা হলো এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ছাত্র-ছাত্রীদের হোস্টেল ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এতে মহাপরিচালকের সম্মতি রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, চার দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন ম্যাটস শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, গত ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে মহাপরিচালকের ১৫ দিনের সময়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত স্থগিত করেন। কিন্তু ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও চার দফা দাবি আদায়ে কোনো সুরাহা হয়নি। তাই দাবি আদায়ের আবারও কর্মসূচিতে নামি।

চার দফা দাবি

১. বঙ্গবন্ধুর ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ চাই।

২. অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের ন্যায় ১ বছরের ইন্টার্নশিপসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন চাই।

৩. অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা।

৪. অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন চাই (কমিউনিটি ক্লিনিকসহ সব সরকারি ও বেসরকারি হসপিটাল/ক্লিনিকে পাস করা ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা)।

You might also like
Leave A Reply

Your email address will not be published.