The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩

‘অগোচরা’-য় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বড় পর্দায় অভিষেক হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের ১১ ব্যাচের শিক্ষার্থী আল নোমানের। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি প্রাপ্ত পরিচালক সিদ্দিক আহমেদর ক্রাইম থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ ‘অগোচরা’য় পার্শ্বঅভিনেতা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

পরিচালক ছয় পর্বের এ সিরিজটি পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মাণ করেছে। একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে তা সিরিজটিতে ফুটিয়ে তুলেছে। ক্রাইম থ্রিলার গল্পের এই সিরিজটি দর্শকদের মাঝে সাড়া জাগিয়ে তুলতে পারবে এবং দর্শক সাদরে গ্রহণ করবে বলে আশাবাদী আল নোমান।

সিরিজটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাফিস, লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছেন ইংরেজি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী মেহেদি ফারহান শুভ্র এবং ব্যকগ্রাউন্ড মিউজিকে কাজ করেছেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ০৬ ব্যাচের শিক্ষার্থী রুসলান রহমান সুপ্ত।

ক্রাইম থ্রিলার এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনার। এ ছাড়া ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন–ফজলুর রহমান বাবু, শরাফ আহমেদ জীবন, নবাগত আলী ওয়াহাব, মোরশেদ মিশুসহ অনেকে।

আল নোমানের ইতিবৃত্ত : নোমানের জন্ম খুলনা শহরেই। স্কুল খুলনা জেলা স্কুলে মাধ্যমিকের পাঠ চুকিয়ে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তারপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন থেকে স্নাতক ও স্নাকোত্তোর শেষ করেছেন। পড়াশোনা খেলাধুলার পাশাপাশি ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোক ছিলো। সেই থেকেই তিনি স্কুল জীবনে খুলনা ফিল্ম সোসাইটির সদস্য হয়। অভিনয়ের হাতেখড়ি বাংলা ডিসিপ্লিন এর থিয়েটার কোর্সে। বিশ্ববিদ্যালয় জীবনে থিয়েটার সংগঠন নৃ নাট্য সদস্য হওয়া এবং থিয়েটার সংগঠন বায়োস্কোপ এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি। বাংলা ডিসিপ্লিনে পড়ার সুবাদে শুদ্ধ বাংলা ভাষাটাও রপ্ত করেছেন খুব সহজেই। বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে অভিনয় ও আবৃত্তির মাধ্যমে সুনাম অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন জাতীয় দিবস গুলোতে নিয়মিত উপস্থাপনা এবং ডিসিপ্লিনের বিভিন্ন অনুষ্ঠানে পরিচিত মুখ ছিলেন নোমান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. ‘অগোচরা’-য় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান

'অগোচরা’-য় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বড় পর্দায় অভিষেক হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের ১১ ব্যাচের শিক্ষার্থী আল নোমানের। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি প্রাপ্ত পরিচালক সিদ্দিক আহমেদর ক্রাইম থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ ‘অগোচরা’য় পার্শ্বঅভিনেতা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

পরিচালক ছয় পর্বের এ সিরিজটি পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মাণ করেছে। একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে তা সিরিজটিতে ফুটিয়ে তুলেছে। ক্রাইম থ্রিলার গল্পের এই সিরিজটি দর্শকদের মাঝে সাড়া জাগিয়ে তুলতে পারবে এবং দর্শক সাদরে গ্রহণ করবে বলে আশাবাদী আল নোমান।

সিরিজটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাফিস, লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছেন ইংরেজি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী মেহেদি ফারহান শুভ্র এবং ব্যকগ্রাউন্ড মিউজিকে কাজ করেছেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ০৬ ব্যাচের শিক্ষার্থী রুসলান রহমান সুপ্ত।

ক্রাইম থ্রিলার এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনার। এ ছাড়া ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন–ফজলুর রহমান বাবু, শরাফ আহমেদ জীবন, নবাগত আলী ওয়াহাব, মোরশেদ মিশুসহ অনেকে।

আল নোমানের ইতিবৃত্ত : নোমানের জন্ম খুলনা শহরেই। স্কুল খুলনা জেলা স্কুলে মাধ্যমিকের পাঠ চুকিয়ে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তারপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন থেকে স্নাতক ও স্নাকোত্তোর শেষ করেছেন। পড়াশোনা খেলাধুলার পাশাপাশি ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোক ছিলো। সেই থেকেই তিনি স্কুল জীবনে খুলনা ফিল্ম সোসাইটির সদস্য হয়। অভিনয়ের হাতেখড়ি বাংলা ডিসিপ্লিন এর থিয়েটার কোর্সে। বিশ্ববিদ্যালয় জীবনে থিয়েটার সংগঠন নৃ নাট্য সদস্য হওয়া এবং থিয়েটার সংগঠন বায়োস্কোপ এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি। বাংলা ডিসিপ্লিনে পড়ার সুবাদে শুদ্ধ বাংলা ভাষাটাও রপ্ত করেছেন খুব সহজেই। বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে অভিনয় ও আবৃত্তির মাধ্যমে সুনাম অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন জাতীয় দিবস গুলোতে নিয়মিত উপস্থাপনা এবং ডিসিপ্লিনের বিভিন্ন অনুষ্ঠানে পরিচিত মুখ ছিলেন নোমান।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন