The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪

অক্টোবর থেকে ই-নামজারিতে নগদ টাকা নয়

ই-নামজারির কাজে কোনো ফি আগামী অক্টোবর থেকে নগদে নেওয়া হবে না। বুধবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বুধবার ভূমি মন্ত্রণালয়ের এক সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ৩০ সেপ্টেম্বরের পর থেকে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি-ও আর সনাতন পদ্ধতিতে (নগদে) দেওয়া যাবে না।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-নামজারির আবেদন ফি (কোর্ট ফি) ২০ ও নোটিশ ফি ৫০ টাকা আবেদন করার সময় অনলাইনে দিতে হতো। কিন্তু রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অনলাইনে বা সরাসরি নগদেও নেওয়া হয়। অক্টোবর থেকে এই দুই ফি-ও অনলাইনে নেওয়া হবে। চার ধরনের ফি মিলিয়ে নামজারির জন্য মোট খরচ হয় ১ হাজার ১৭০ টাকা।

বুধবারের সভায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খানসহ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.